My Childhood Memories Paragraph



My Childhood Memories

One can hardly forget one's childhood memories whether pleasant or painful. 1 can still remember my childhood very much. I was born in a village in the district of Mymensingh where I passed my childhood.Many things happened in my childhood days; and I cannot remember all of them. I can remember the happy days with my parents. I often played with my mother. She was my best friend and companion. My education began with a picture book. I can not forget the very first day at school. My heart began to beat faster when I was taken to the Headmaster. But, his smiling face and gentle words, endeared him to me. The teachers were all very affectionate. My classmates were very friendly. I was a smart boy. I was extrovert in nature, Every evening, I played with them in the field. One day, while playing in the field, I fell down and got hurt in my leg. It caused me a lot of trouble. I could not attend my school because of terrible pain for a week.When I remember my childhood, I feel a pulsation of both joy and sorrow in mny mind.



অনুবাদ 
শৈশব স্মৃতি সুখের হােক কিংবা দুঃখের হােক তা কেউ ভুলতে পারে না। এখনও আমি আমার শৈশবকাল খুব বেশি মনে করতে পারি।আমি ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম। যেখানে আমি আমার শৈশবকাল অতিবাহিত করেছি। আমার শৈশবের দিনগুলােতে অনেককিছুই ঘটেছিল। কিন্তু তার সবগুলাে আমি স্মরণ করতে পারছি না আমার মনে পড়ে পিতা-মাতার সাথে সুখের দিনগুলাে।আমি প্রায়ই আমার মায়ের সাথে খেলা করতাম। তিনি ছিলেন আমার সর্বোৎকৃষ্ট বন্ধু এবং সঙ্গী। আমার লেখা-পড়া শুরু হয় ছবি সংবলিত একটি বই দিয়ে। বিদ্যালয়ের প্রথম দিনটির কথা আমি ভুলতে পারি না। যখন আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলাে তখন আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কিন্তু তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডল এবং মধুর কথা আমার নিকট তাঁকে প্রিয়ভাজন করে তুলল। শিক্ষকদের সবাই খুবই স্নেহ পরায়ণ ছিলেন। আমার সহপাঠীরাও ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। আমি ছিলাম একজন সুদর্শন বালক। আমি স্বভাবগত দিক থেকে ছিলাম হাসি-খুশি ও প্রাণবন্ত। প্রতিদিন বিকাল বেলা আমি তাদের সাথে মাঠে খেলাধুলা করতাম। একদিন মাঠে খেলা করার সময় আমি পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলাম। এতে আমার প্রচুর সমস্যা হয়েছিল। প্রচণ্ড যন্ত্রণায় আমি এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে যেতে পরি নি। যখন আমি আমার শৈশব স্মৃতি মনে করি, তখনও আমি হৃদয়ের মাঝে আনন্দ ও দুঃখ উভয়েরই কম্পন অনুভব করি।

Reactions

Post a Comment

0 Comments