Environment Pollution Paragraph


Environment Pollution

Environment pollution is the most important issue at present over in Bangladesh. Nature, land, water, air and all other things around us in which we live are called environment. Environment pollution means a remarkable change chemical, physical characteristics of environment. Nowadays environment pollution has become a serious problem in our country. In our city the air is constantly being polluted by smoke. The ground we walk on in both urban and rural areas is polluted by garbage and waste. Water is also polluted by many ways. Industrial waste and insecticides pollute water. The another form of pollution is sound pollution. Sound is polluted in many ways. We have noise from motor, vehicles, mills and factories aeroplanes and so on. The air we breathe, the water we drink, the food we take are not quite pure for health.So, to live happy and healthy life, we should be conscious about our environment. Government should take proper steps to solve these problems.



অনুবাদ 
বর্তমান বাংলাদেশে জলবায়ু পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতি, মাটি, পানি, বাতাস এবং আমাদের চারপাশে যা কিছু আছে যাতে আমরা বসবাস করি তাকে পরিবেশ বলে। পরিবেশ দূষণ মানে পরিবেশের রাসায়নিক ও ভৌতিক চরিত্রের একটি উল্লেখযােগ্য পরিবর্তন। বর্তমানে আমাদের দেশে পরিবেশ দূষণ একটি বিপদজনক সমস্যা। আমাদের শহরের বাতাস দূষিত হচ্ছে ধোঁয়া দ্বারা। আমরা যে মাটির উপর দিয়ে হাঁটি গ্রামে ও শহরে উভয় স্থানেই দূষিত হচ্ছে ময়লা আবর্জনা দ্বারা। পানিও দূষিত হচ্ছে বিভিন্ন উপায়ে। কলকারখানার বর্জ্য এবং কীটনাশক পানি দূষিত করছে। দূষণের আর একটি অংশ হচ্ছে শব্দ দূষণ । শব্দ বিভিন্নভাবে দূষিত হচ্ছে। আমরা শব্দ দূষণ করছি মােটর গাড়ি, কলকারখানা, বিমান ইত্যাদির মাধ্যমে। যে বাতাসে আমরা শ্বাস নিই। যে পানি পান করি, যে খাদ্য গ্রহণ করি তা স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ নয়। সুতরাং, সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের উচিত পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। সরকারের উচিত এই সমস্যা বন্ধের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া।

Reactions

Post a Comment

0 Comments