A College Library Paragraph


A COLLEGE LIBRARY

A library is a part and parcel of a college. Our college has a library. It is a place which can help the students to satisfy his unquenchable thirst for knowledge. It is housed in a separate building. It is very nice and well decorated. There is a reading room attached to the college library. Students read books when they have no classes. There are three big almiras and five bookshelves in our college library. Books are arranged in almiras and book shelves very nicely. There are about 10,000 books in our college library. Only the students can read and borrow books from the library. For this, they are issued library cards.Subjective refered books, novel, poems and all kind of informative books are kept separately other. It remains open from 9.00 am to 4.00 pm except on holidays. We keep our college library neat and clean. It is a great attraction for us. We are really proud of it.



অনুবাদ 
গ্রন্থাগার একটি কলেজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের কলেজে একটি গ্রন্থাগার আছে। এটা এমন একটি জায়গা যা ছাত্রছাত্রীদের জ্ঞানের পিপাসা মেটাতে সাহায্য করে। এটি পৃথক ভবনে অবস্থিত। এটি খুব সুন্দর এবং পরিপাটি। এটিতে একটি পড়ার কক্ষ আছে। যখন ক্লাস থাকে না তখন ছাত্রছাত্রীরা এখানে এসে পড়তে পারে। আমাদের কলেজে তিনটি বড় আলমারি ও পাঁচটি বইয়ের তাক আছে। সেখানে সুন্দর করে বই সাজানাে। কলেজের গ্রন্থাগারে প্রায় দশ হাজার বই আছে। শুধুমাত্র ছাত্রছাত্রী ও শিক্ষকেরা বই পড়তে ও ধার নিতে পারে। এর জন্য তাদের পাঠাগারের কার্ড প্রদর্শন করতে। বিষয়ভিত্তিক সহায়ক বই, উপন্যাস, কবিতা ও সকল ধরনের তথ্যবহুর বই সেখানে আলাদাভাবে রাখা আছে। এটা ছুটির দিন বাদে, সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত খােলা থাকে। আমরা এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এটি আমাদের জন্য একটি বড় আকর্ষণ। আমরা প্রকৃতই এর জন্য গর্বিত।
Reactions

Post a Comment

0 Comments